যত‌ই আসে বেদনা
দু’চোখ ভাসে অশ্রুর সরোবরে-
কবিতা তখন হেসে ওঠে বন্ধ ঘরে
যেনো একফালি চাঁদ মেঘের পরে।


কোথাও কেউ নেই জেনেও
মেলি দুই হাত-
সংসার সায়রে করি অশ্রুপাত
সঙ্গ পেতে মন হয় অভিলাষী;
থাকি প্রেমের প্রতীক্ষায়, হয়ে মৃতপ্রায়-
নিজেরে করি দুঃখের চরণদাসী।।