তুমি ঠেলেই দিয়েছ আমায়
দুর্ভিক্ষের পথে-
আমি ক্লান্ত, অনন্ত অসহায় যাত্রী
নিদারুণ অভাজনে কাটাই দিন-রাত্রি
চেয়ে থাকি, কবে আসবে ফেরাতে
সুদূরের ঐ রথে !
দাওনি ছুঁতে চরণ, করেছ বারণ
দাওনি পেতে এতটুকুও প্রসাদ-
অভাগী করেই রেখেছ কেবল;
জানি আকাশে মেঘের দলেও
এতটা বৃষ্টি জমেনি, যতটা জমেছে
আমার চোখের জল ।।