কেবল দীর্ঘ নিঃশ্বাসই নয়-
শোকে-সন্তাপে শুনি করুণ আর্তনাদ
ধেয়ে আসে মেঘ, যেনো কাতর বিষাদ
গভীর ক্ষত বেয়ে রক্ত ঝরে অবিরাম;
কারা যেনো বলে-
সে তো ভুলে গেছে তোর নাম
কাঁদ- তুই এমনি করেই কাদ্ !


নিস্তব্ধ পৃথিবীতে শুনি পদধ্বনি কার?
সে কি নাশিবে আমার এই অন্ধকার!
মুহূর্তেই বেজে ওঠে করুণ রাগিনী
তারা ম্রিয়মান- সবারে যেনো চিনি!
তাঁরা হেঁটে চলে যায় দূর পরবাসে
আমিও ক্লান্ত-চলি তাদের পাশেপাশে।
জনহীন, দুঃখহীন অসীমের নিরালায়
অনন্ত এক আশ্রমে- তাঁরা
আমায় ডেকে নিয়ে যায়!