একচিলতে রোদ জানালায় খেলা করে
আমি জানতে চাইলাম
কী বার্তা এনেছো তাঁর ?
রোদ বিষাদ মুখে বলে
নাগো বন্ধু
খবর নেই কোনো
এখন যে তার বড্ড অহংকার !!


কত সহজে হার মেনেছি
বিষ্ময়ে চেয়ে থাকি দূরে
মুহূর্তে ভারি হয় বাতাস;
আমার নির্ঘুম রাতের পড়শী
জানালার জং ধরা আরশী
তার বুকেও বাজে দীর্ঘনিঃশ্বাস ।।


বিষন্নমনে দুয়ারে এসে দাঁড়াই
ঘাসফুলে, উঠোনে বৃষ্টির জলে
চিকচিক করছে সূর্যের কিরণ;
তার খবর এখানেই চিনে লই
না রাখুক সে খবর আমার
সবখানেই থাকুক তার
অগাধ বিচরণ।।


১৪ মার্চ ২০১৮
ঢাকা, বাংলাদেশ