তুমি তো ধ্রুবতারার চেয়েও সত্য ছিলে
আমার আকাশে স্থির ছিল তোমার অস্তিত্ব
আজ তবে কোথায় হারালে?
অস্তগামী সূর্যের দেশে!!
স্থান বদল করেছো
এখন বুঝি বেড়াচ্ছ ঘুরে ঘুরে
এক আকাশ থেকে অন্য আকাশে
কিংবা আমার অজান অন্য জগতে?
আমি তো আজও তোমায় খুঁজে ফিরি
তোমার রেখে যাওয়া স্মৃতির দেশে
যেনো ক্লান্ত পথিক-ভিক্ষারীর বেশে ।।