সেই পথিকের মুখটি আমার
আজ‌ও মনে পড়ে
পথ ভুলে যে এসেছিল
ভাঙ্গা এ পথ ধরে ।।


তার হাতে যে ছিলো বীণা
কণ্ঠে সুরের হার
ঐ মুখ ছাড়া আর কোনো মুখ
ধরে না মনে আর ।।


সেদিন তারে ঝড়ের রাতে
দিয়েছিলাম ঠাই
ঝড় ফুরাতেই দুয়ার খোলা
চিহ্ন যে তার নাই ।।


বলেছিল জগতে তার
দুঃখ‌ই অলঙ্কার
আমি মিছেই বয়ে বেড়াই
এ সংসারের ভার ।।


আবার যদি ঝড়ের রাতে
ফেরে পথের ভুলে
বলবো,  আমার দুঃখ নিও
তোমার বীণায় তুলে ।।