আগুনের গান
(মিনু কোড়াইয়া- বৃষ্টিরানী)
=======
আমি নিজ হাতে ভাঙ্গি সকল বিদ্রুপ
হাতে তুলে লই বিদ্রোহের কঠিন অস্ত্র;
আমি সুতীক্ষ্ম করি প্রসারিত  দুই বাহু
আয় কে কেড়ে নিবি দ্রৌপদীর বস্ত্র ।।


আমি নারীকূলে হই মহাবীর আজন্ম
আমি ব্যাঙ্গ করি তার সকল অহংকার ;
দুই চোখে জ্বালাই ক্ষিপ্ত আগ্নি মশাল
আমি ন্যায়ের সপক্ষে করি চিৎকার ।।


যতক্ষন না আসে বিজয়, না হই ক্ষান্ত
বিপদে না ঘটে বিচ্যুতি, রাখি  ধৈর্য্য;
আমি রণাঙ্গনে দুঃসাহসী রমণীরঁজক
সহর্ষে বাজাই বিজয়ের মহাতূর্য ।।


অন্ধকারে জ্বালাই আলোকের ঝলক
আমি রণাঙ্গনে ভুলে যাই দুঃখের ক্ষত ;
আমি আগুনের গান বেঁধে লই প্রাণে
আমি আজন্ম যোদ্ধা, আমি না হই নত ।।


২৪ মার্চ ২০১৮
ঢাকা বাংলাদেশ।