আয় বৃষ্টি আয়রে ঝেপে, মায়ের খবর নিয়ে
এই জনমের কত কথা, কইবো মায়ে-ঝিয়ে ।।
ঘুম ভাঙ্গলে খুঁজি মাকে, এপাশ ওপাশ করি
ঐখানে মা থাকে, বলো, কার হাতটি ধরি ?
আয় বৃষ্টি, মায়ের গল্প, শুনি পরান ভরে
মায়ের গানে উঠি নেচে, পায়ে আলতা পরে ।।
সেই যে গেল আকাশ পথে, আর না এলো ফিরে,
মায়ের কথা বৃষ্টিফোটায়, শুনাও ধিরে ধিরে ।।
বৃষ্টি আসুন আকাশ ভেঙ্গে, যাক জুড়িয়ে বুক
জলছবিতে উঠুক জেগে, রাঙ্গা মায়ের মুখ ।।
আয় বৃষ্টি ভিজুক উঠান, নামুক চোখে বান
মায়ের হাসির পরাগ মেখে, শুকাই ক্ষতস্থান ।।