শুধু একবার ভালবেসে দেখো;
অজস্র কথামালা কেমন
জ্বলে উঠে কবিতা কাননে
হেসে উঠে বোবা কান্না
বৃষ্টি ঝরে ক্লান্ত উঠোনে ।।


শুধু একবার হাত ধরে দেখো;
শিশিরে ভেজা দুর্বা ঘাসেরা
মুক্তোর মতো জড়াবে দু’পায়ে-
চলে যাবো দূর বহুদূর
দুর্গম পথে বাঁশী বাজায়ে ।।


শুধু একবার কাছে এসে দেখো;
উচ্ছল হবে সব কবিতারা
হৃৎপিন্ডে ঢংঢং ঘণ্টা বাজবে-
রাত কাটাবে স্বপ্নের মিশিলে
ইচ্ছেরা সারা রাত জাগবে ।।


শুধু একবার আমাকে চেয়ে দেখো ;
উথলিবে প্রেম নদীর মোহনায়
সুখের ঝর্ণা ঝরবে পাহাড়ি বুকে -
থাকুক অন্ধকার গহীন অরণ্যে
চাঁদমুখ হাসবে স্পর্শের সুখে ।।


শুধু একবার দোয়ার খোলে দেখো;
রোদ হয়ে হাটবো উঠোনে
অজস্র কথারা রবে নিঃচুপ -
কাছাকাছি বসে রবো আড়ালে
নাইবা দেখলে এ ভরা রূপ ।।
১৮ অক্টোবর, ২০১৬