আকাশ জমিন
==========
এক আসমান জমিন যদি খুঁজে পাই
উপড়ে ফেলবো আগাছা আছে যত ;
সবুজ সতেজ ভূমিতে রুপিত হবে রোদ
মুছে যাবে সব কালো মেঘের ক্ষত ।।


বীজপত্রের হাসিতে ভরে উঠবে মাঠ
কৃষাণী বধু মাতার মুখে ফুটবে হাসি ;
নেচে বেড়াবে কিশোরী মেয়ে ময়না
আকাশ জুড়ে উঠবে তারা রাশিরাশি ।।


মাঠ ঘাট বনানী শস্য ক্ষেত পেরিয়ে
ফুলে ফুলে ভাসবে মৌমাছির গুঞ্জন ;
খুলে পড়বে জল দৈত্যের রোষাবেশ
থেমে যাবে গুড়ুগুডু মেঘের গর্জন ।।


এক আকাশ জমিন যদি খুঁজে পাই
মিলবো গিয়ে উচ্ছ্বল তটিনীর মোহনায় ;
নীর হারা পাখি গড়বে সুনিবিড় আবাস
নির্ভয়ে ঘুমাবে শিশু আঁচলের দোলনায় ।


৩ মার্চ, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।