ডাকছি কত মা মা বলে
শুনতে কি পাও তুমি
বল মাগো তোমায় ছাড়া
কেমনে বাঁচি আমি।
সবাই বলে আছ তুমি
ঐ আকাশের তলে
কেমনে আমায় রইলে ভুলে।
ডাকছি চোখের জলে ।।
তোমার মত এমন করে
কেউ বাসেনা ভালো
কেমনে যাব তোমার দেশে
আমায় তুমি বলো।
চাইনা আমি বাঁচতে তো আর
চাইনা সোনার বাড়ি
সকল ফেলে আমিও দেবো
ঐ আকাশে পাড়ি ।।
তুমি হবে সূর্য মাগো
চাঁঁদ হবো যে আমি
লক্ষ তারার এই আকাশে
আমরা হবো দামী।
সেদিন যেন রইবে না আর
একলা থাকার ভয়
সকাল দুপুর সকল বেলা  
হবেই মধুময়।
সবাই যখন রইবে চেয়ে
ঐ আকাশের পানে
আমরা শুধু জ্বালবো আলো
মিষ্টি মধুর গানে।