আকাশে অজস্র তারকার মাঝে
একটি তারার জন্য কেঁদে মরি
পথ খুঁজে বেড়াই;
মেঘের ভেলায় ভেসে
ছুটে চলি নীল নক্ষত্রের দেশে
যদি একটুকরো দুঃখ ডুবানো যেতো
ঐ নীল সমু্দ্র জলে।


ঘুমহীন কালো রাত-
গৃহদ্বারে বেদনার আলিঙ্গন
দুঃখেরা তরতর মুকুলিত হয় পুষ্পদ্যানে
তারা মিশে যায় গভীর আত্মায়-
চারদিকে ছড়িয়ে পরে শ্মশানের পোড়া গন্ধ
চূর্ণ-বিচূর্ণ বক্ষে রক্তমাখা চিৎকার
যদি পৌঁছে যায় ঐ তারার দেশে
যদি একটি তারাও খসে পরে নিষ্ঠুর পৃথিবীতে
অন্ধকার রাতে আমি জোৎস্না বিলাবো
উল্লাসে মাতাবো আপন নিবাস
ঐ একটি তারার আলোকে।।


বন্দি জীবনের  ক্লেশ আর বিষন্নতায়
ক্লান্ত হয় সারা দেহ-মন
অভিমানে ডুবে মরি রোদন ভারে
যদি কখনো ফিরে আসে জোয়ার
ঐ জলের তলেও হাতড়ে বেড়াই
যদি খুঁজে পাই মুক্তোর মত একটি তারা,
একটি আলোর আকাশ।।


থেমে যাওয়া গুঞ্জন, নিশ্চুপ বাতায়ন
দম বন্ধ করা বাতাসের ঘ্রাণ-
বুকের গভীরে  এঁকে যায় ক্ষতচিহ্ন
তারপরও তার জন্য থাকি অবিচল
গভীর তমসায় থাকি স্বপ্নমগ্ন
তারার পানে চেয়ে চেয়ে নিঃশ্বাস হয় দৃঢ়।।