যে আলোর যত বেশি প্রকাশ
উজ্জ্বল করে আকাশ-
সেই আলো আবার লুকিয়ে থাকে
গভীর অন্ধকারে;
যেভাবে পূর্নিমায় ভরা তিথি
বিমোহিত করে, গায় গীতি
কখনো কখনো সেও ডুবে যায়
গ্রহণের গহ্ববরে ।


আশঙ্কা করেও ফল হয় না কিছুতে
সম্মুখে যাবার পথ বন্ধ হবে অনিবার;
তেমনিই ঘটবে, যা আছে ভাগ্যের লিখনিতে
অধিরতায় কেবল বাড়তে থাকে বুকের ভার।


সকল দুঃখ কেটে যাবে আপনি
বিপুল তরঙ্গে ;
তবুও মহা ধৈর্য্য থাকুক-
থাকুক অরূপ অঙ্গে অঙ্গে ।।


মুছে ফেলে করুণ আঁখিপাত
কাটে কাটুক বিনিদ্র রাত;
পরম ঈশ্বরও জানি সাথেই জাগে
গভীর তপস্যায় ঘটায় প্রভাত ।।