আমার যত দুঃখ বাড়ে,
বয়স বাড়ে তত;
গভীর থেকে গভীর যে হয়,
বুকের ব্যাথা ক্ষত !!


সূর্য যেমন ডোবে প্রাতে,
ঘণিয়ে আসে রাত;
আমার যে দিন মেঘে ঢাকে,
আসে নাতো প্রভাত !!


ছন্দবিহীন পাতার ভেলা
না আছে কূল-ঠাই;
সেই যে মাঝি গেল কবে
আর দেখা না পাই ।।


ধুলার পরে মর্মরে ওঠে
ঝরা পাতার বন;
সে পথিক একাই ফিরে গেছে
ভেঙ্গে উদাসী মন ।।