অমোঘ বার্তা
========
তোমার কাছে আসি না রোজ
থাকি দূরে দূরে
তোমার খবর পাই যে তবু
ঐ বাঁশিটির সুরে ।।
কত কথার গল্প এখন
থেমে থেমে বাজে
বাহির পানে কান পেতে রই
সকাল দুপুর সাঁঝে ।।
তোমার হাতের নীরব ছোঁয়ায়
ভোলে আমার মন
এইটুকু আজ না পাই যদি
সত্যি হবে মরণ ।।
স্বপ্নে এসে যাও শুনিয়ে
চেনা রাগের সুর
ভীষণ মায়ায় আগলে রাখে
আমার একলা দুপুর ।।
বিরাগ হয়ে রই যে বসে
ঝরে চোখের পানি
আশা জাগায় ঘরের কোণে
ছোট্ট প্রদীপখানি ।।
তার আলোতে একলা বসে
আলোকচিত্র আঁকি ।।
সম্মুখে ঐ মুখটি ভেবে
একটি পদ্য লিখি ।।


৩০ মার্চ, ২০১০
ঢাকা, বাংলাদেশ।