যতবার তুই করবি আঘাত
ছিন্ন করবি দেহ-তন্ত্র ;
শীব ধারকে শুদ্ধ হবো
জপবো বসে গোপন মন্ত্র।।
শোকে শ্বশান জলুক বুকে
রক্ত ঝরুক পীড়ন রোগে ;
বৃষ্টি বলয় রাখবে ঘিরে
পতি রামের ভক্তি-যোগে ।।
সূর্যালোকের সকল আলো
যাক ডুবে যাক রাহুগর্ভে
বজ্রপাতের ক্ষণিক আলো
দেখবি কেমন হাসি গর্বে ।।