উঠোন পরে বর্ষা এলো আজ
আকাশ জুড়ে মেঘের ছোটাছুটি
খোকা খুকির লাগলো মনে দোল
কাদায় বসে খাচ্ছে লুটোপুটি ।।
মাঠের পরে জল করে থৈ থৈ
পদ্মপাতা ডুবলো দিঘির জলে
বৃষ্টি দেখে নতুন বধুর আজ
খুশি যেনো দুলছে আঁচল তলে ।।
দূরে কোথাও নৌকা বেয়ে মাঝি
গাইছে সুরে বাদল ঝরার গান
বিলের ধারে পানকৌড়ির দল
নেচে নেচে করছে কলতান ।।
মেঘ গুড়গুড় ডাকছে আকাশ ঐ
বইছে বাতাস কাঁপন দিয়ে গায়ে
মেঘ ময়ূরের নাচন দেখে খুকির
নূপূর যেনো উঠলো বেজে পায়ে ।।
সকাল থেকে সন্ধ্যা নামার আগে
মায়ের হাতে নকসী কাঁথা বোনা
বাদল দিনে ঘরের কোণে বসে
দাদীর মুখে মাধুর গল্প শোনা ।।
ফুলে ফুলে ভরলো কদম ডাল
কলমী লতা দোলে বিলের ধারে
আষাঢ় শ্রাবণ সাজলো মেঘে মেঘে
ঢেউ চলকে উঠলো নদীর পাড়ে ।।
মাঝ নদীতে ছুটছে জেলের দল
ঝড় বৃষ্টি ভরা মাথায় নিয়ে
সূর্য যেনো হাসলো মাঝির ঠোঁটে
বোয়াল-পুটি ভরলো ডিঙ্গি-নায়ে ।।
ছেয়ে গেছে সবুজ ধানের ক্ষেত
সেই খুশিতে ভরলো কৃষক প্রাণ
আমরা সবাই হেসে নেচে গাই
বৃষ্টি ভেজা বাদল দিনের গান ।।


২৮ জুন, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।