বালুকার পথ
=======
বালুকার পথ ধরে হেঁটেছি বহুদূর
উর্ধ্ব গগণ ভেদে বেড়েছে উত্তাপ ;
দহন জ্বালা সয়েছি নগ্ন দুই পায়ে
বুঝিনি কিবা দোষ, কিবা ছিল পাপ ।।


উড়ে গেছে সুদূরে মেঘের সারিসারি
ছায়া ফেলে দূরদেশে বকের পাখনা ;
মেঘ ডাকে গুড়ুগুড়ু, অন্য আকাশে
ক্ষীণচোখে অবিরাম বৃষ্টির যাচনা ।।


'ফিরে আয়' ডাকে ওরা দূর বনবাসী
ফিরবার নেই সাধ নেই পথ জানা ;
বালুকার মাঝপথে যেই নিল ডেকে
তার ইশারা ছাড়া ফেরা হবে না।।


এই দাহে হয় যদি হোক মরণ তবু
না ঝরুক সুধা মাখা একফোটা বারি
শেষদিন বসে রবো তার পথ চেয়ে
হয় হোক সমাধি এই পোড়া বাড়ি ।।


১০ মার্চ ২০১৮
ঢাকা, বাংলাদেশ।