বিষন্নতার কালো  মেঘে ছেয়ে যায় আকাশ
প্রশান্তির লেশমাত্র না পাই কোথাও খুঁজে ;
দিকভ্রান্ত পথিকের মত বুকে বাড়ে দীর্ঘশ্বাস
ভোর হয় না, সূর্য্যদেব থাকে মুখ বুজে ।।


নিশ্চল হয়ে যায় সুনির্মল ভাবনা
সম্মুখে দাঁড়ায় এসে বৃহৎ পর্বত
চারপাশে বয়ে যায় নিদারুন প্রবাহ
ঝড় ওঠে ঝাপসা চোখে-
কেবলই হারাই পথ ।।


কার যেনো ডাক শুনি সমুদ্র গর্জনে
একদিন যে ধরেছিলো হাত
তুলেছিলো নায়ে নতুন ঠিকানায়;
বিষন্নতার আগল ভেঙ্গে -
বৃষ্টির সুধা মেখে-
তার কাছেই মন ফিরে যেতে চায় ।।