খেলার মাঠেই ঘুচুক হিসেব নিকেশ
মনের মধ্যে না থাকুক রেশ-বিদ্বেষ।।
যোদ্ধা জানে তলোয়ারের কী মর্ম
না টলে যেন সুস্থ বিবেকের ধর্ম।।
কদাচার যারা বিষবাক্য বড় তিক্ত
মিথ্যে বোধে জুলুমের না হই ভক্ত।।
অকারণে মানুষকে করে যে অপমান
দুর্বল চিত্ত না করুক তার জয়গান।।
মিথ্যে মোহে না যেন ঘুরি পিছেপিছে
অজ্ঞানে ধর্মকে নিক্ষেপ না করি মিছে।।
জীবন তো খেলা নয়, নয় যোদ্ধ বাজ
ক্ষনিকের হারজিত তাতে নাহি লাজ।।
অন্ধের মত বিবেককে করি পদাঘাত
হানা হানি নয়, মঙ্গল কাজে রাখি হাত।।
রেশারেশি-অহংবোধ যাক জলে ধূয়ে
মনুষ্যত্বই মহান তারে লই মাথা নুয়ে।।
পথে পড়ে থাক হিংসে বেদ্বেষ লাজ
বন্ধন অটুক প্রেম বোধজাগুক আজ।।
মানুষে মানুষে দংশনে হৃদয় হাহাকারে
বিষবাক্যে ছড়িয়ে সাহিত্যের দরবারে।।
ন্যায় নিষ্ঠা সত্যবানের হয় কারাবাস
ভাঙ্গি বিভেদের শিকল ভুলি সন্ত্রাস।।
সরে যাবে হিংসা জাগবে তবেই বোধ
মিথ্যে খেলায় জমবেনা আর ক্রোধ।।
১৯ জুন ২০১৭
ঢাকা, বাংলাদেশ।
খেলার মাঠে নয়, নিজের বিবেকের দিকে তাকাই
কতটুকু অর্জণ হয়েছে....