বহমান
======
উঠোন পরে একচিলতে রোদ
বসে থাকে আনমনে;
দুয়ার খুলে পা ফেলতেই শুনি
“ওগো বধু, চলো বৃন্দাবনে !!”


মন হারায়, বিস্ময় জাগে চোখে
না বন্ধু,
চলো হারাই যেখানে নক্ষত্রপুঞ্জ ;
নির্মিত হোক এক বিশ্বব্রহ্মাণ্ড
ওড়ে ঝরাপাতা, বকুলের গন্ধ
গড়ি লতায়পাতায় ঘেরা নিকুঞ্জ ।।


জলকণায় মিশে আলোর মুক্তো ছড়াই ঘাসে
চলো বেড়াই যেখানে মেঘের তরঙ্গ ;
সোনারোদ মেখে হাসি বাতাসের গা ছুঁয়ে
আমরা হয়ে উঠি বিহ্বল, বিহঙ্গ ।।


ভেসে যাক মন পবন
ছাড়ি উঠোন, ধরি নদীর কলতান;
পড়ে থাক বোবা কান্না
একসাথে পথ চলা হোক বহমান ।।


৩০ জানুয়ারি ২০১৮
ঢাকা বাংলাদেশ