বনলতা সেন
-----------------
কতবার বনলতা সেন সেজে
ঘর বানিয়েছি নাটোরের বিলে,
ঘন কালো চুলে খোপা বেঁধেছি
সাজিয়েছি চুল সাদা কাশ ফুলে ।।


মলয় সাগর দেখিনি তো আমি
কেমন ছিল তার স্রোতের খেলা,
শান্তি দিতে নাটোরের ঝিলে
শাপলা শালুক ফোটে সরাবেলা ।।


হাজার বছর কেটে যাবে সুখে
ক্লান্ত পথের পেয়ে যাবে দিশা,
উঠুক ঝড়, কিবা নামুক রাত্রি
ঘুচে যাবে তোমার সব অমানিশা ।।


এই বিলের জল মিটাবে তৃষা
সিংহল সমুদ্রে যেও নাকো ভুলে,
আমিও যে তোমার বনলতা সেন
ঢেউ জাগাবো খোলা এলোচুলে ।।


সাদা বক উড়ে যাবে গান গেয়ে
ফেলে যাবে পালকের ঘনছায়া,
বিদগ্ধ নগরীর উত্তাপ মুছে
এখানেই পাবে সবুজের মায়া ।।


আমার জন্য হবে কবিতা লেখা
রৌদ্রের গন্ধ মুছে যাবে জলে,
বৃষ্টির ছন্দে গাঁঁথা হবে কথা
পৃথিবীর সব রঙ দেবো আঁঁচলে ।।


মুখোমুখি বসে র’বো নাও সাজিয়ে
কথা আর ছন্দে রাত হবে পার,
বনলতা সেন আমি, তুমি সেই কবি
পাখির নীড়ের মত ছোট সংসার ।।


২৭ সেপ্টেম্বর, ২০১৬।