. বৃষ্টি রানীর শেষ ভাবনাটি ...
আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি
এটিই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত
আর আমি জাগবো না সূর্য দেখার আশায় ;
শোনা হবে না ভোরের পাখির গান
ঢংঢং ঘন্টার শব্দ শুনে মন ছুটে যাবেনা
পবিত্র ঐ গীর্জা ঘরটির বারান্দায় ।।
প্রতিদিন মনে হয় এটিই আমার শেষ কথা
আর বুঝি কবিতা লেখা হবে না
পুলকিত হবে না কোনো বধু
আমার চিঠিতে বন্ধুর খবরটি পেয়ে;
বাধা হবে না কোন গান
বটের ছায়ায় বসবে না ক্লান্ত পথিক
বেদনার এ গানটি গেয়ে ।।
বারবার আমার মনে হতে থাকে
বেঁঁচে আছি এটিই আমার শেষ ভাবনা
আর ভাবনা ডুবে যাবে অথই জলে ;
সকাল দুপুর কেউ সাঁঁতার কাটবে না
আসবে না কেউ খবর নিতে তীরে
পুরনো আমিকে সকলেই যাবে ভুলে।।
আজ মনে হচ্ছে এটিই আমার শেষ দুঃখ
ঘুমঘুম চোখে জাগবো না নির্ঘুম রাত
আর কখনো ঘরে উঠবে না ঝড় ;
বুকের পাশে বইবে না বিশাল নদি
প্রতিদিন শ্রাবনের বাতাস বইবে মনে
কেবলই বৃষ্টি ঝরবে কবরের উপর ।।
১৪ জানুয়ারি, ২০১৭।।