বিপুল তরঙ্গ এসে, লাগুক তীরে
আমরা দল বেঁধে, থাকি পাশাপাশি
চল্ সখি হারিয়ে যাই, জলের গভীরে
তুলে আনি মুক্তার মত, অনাবিল হাসি ।
সাদা বক উড়ে যায়, মেঘের সাথে
পালকে জড়িয়ে থাকে কান্তির-ছায়া
পড়ে থাক ধূলিমাখা, নিরাশার রেশ
সখি আয় ভুলে যাই, ক্ষণিকে কায়া।
উজানে মগ্ন মাঝি, দাঁড় বায় ধীরে
ছুটে চলে তরীখানি, ঢেউ গুনেগুনে
যদি থাকি পাশাপাশি, হাতে হাত রাখি
কিবা ক্ষতি বল্ তবে, জলে আর আগুনে !!
কিশোরগঞ্জের নিকলী হাওড়ে  একদিন