দেবী
======
দেবী ! ! !
ঐ নামে ডেকে বিহ্বল করো না আর;
অামি ক্ষুদ্র, অকিঞ্চিত,
এই আমার অতি অহংকার ।।


দিন শেষে পূজার অর্ঘ্যখানি
দেবতার পায়ে ছড়িয়ে দিই আনি ।।
মালাবার পথ বেয়ে কুমারিকা অন্তরীপে
তাঁর চরণ ছুঁয়ে বৃষ্টি হয়ে পড়ি ঝেপে ।।


পথে পথে করি তার অন্বেষণ
তিনিই দেবতা, ভরি তার আসন ।।
রই তার সাথে গোপনে গোপনে
তারেই বরণীয় মানি, শয়নে স্বপনে ।।


সে ভাঙ্গে আমায়
তার বাহুতে হই সমর্পিত ;
বারবার নিজেরে গড়ি
না হই উদ্ধত ।।


মনে মনে জপি এই মন্ত্র, সুরহীন সংগীতে
পুলক জাগে মনে, তার সকল রূপ ভঙ্গিতে ।।
আমি পূজারিনী হই তার সকল কাজে
তারেই যাচি আপনার করে, সকাল সাঁঝে।


দেবী!!!
নই আমি দেবী ;
মাটি দিয়ে তাঁর স্বরূপ গড়ি
আনমনে আঁকি অরূপ রূপের ছবি ।।


আমি ঝরণার মত বয়ে বেড়ায়
তারে পাহাড়ের মত বাঁধি ;
না হই স্খলণ, না রই বিরত
তার তরেই বিরহে কাঁদি ।।


তাঁর অবাধ আশ্রমে খুঁজি আশ্রয়
সাজাই রাধিকার উপবন ;
তার নগ্ন ধুলিমাখা চরণ সেবিতে
অশ্রুতে করি মোচন ।।


মুছবে না জানি কোনো কালেই
আমার কালো রূপের গড়ন;
নেই ধৃষ্টতা, হই সর্বেশ্বরবাদী
পুলকিত হই, অন্তরে করি তারে বরণ ।।


দেবী!!!!
ঐ নামে ডেকোনা আর
নামের স্বার্থক হবে না জানি ;
আমি সামান্য নারী-
নই রাজযোগ্য
আমি কেবলই পূজারিনী ।।


বৃষ্টিরানী- মিনু কোড়াইয়া
২৬ মার্চ, ২০১৮
ঢাকা বাংলাদেশ।