এই জীবনেই চাই যে তারে পেতে
আর জনমের ইচ্ছে আমার নাই
সকল আঁধার যাক ফুরিয়ে আমার
ঐ দুটি হাত ছুঁতে যেনো পাই।।
হাজার তারায় চাইনা আকাশ ভরা
ঐ দুটো চোখ দেখে যদি ফিরে
মাঝ নদীতে যতই হারাই কূল
তার ইশারায় ভীড়বো এসে তীরে।।
কত ফাগুন রঙ মাখিয়ে যায়
তারই আশায় নিত্য চেয়ে থাকি
জীবন তখন হাজার রঙে সাজে
তারই হাতে সিঁদুর যখন মাখি ।।
ভোরের পাখি নিত্য এসে গায়
ভাঙেনা ঘুম হাজার কোলাহলে
তারই পায়ের শব্দ যখন শুনি
দুচোখ আমার ভাসে সুখের জলে।।
তাকে পাবার সাধ যদিনা মিটে
আধো পথে রইবে জীবন থেমে
এই মাটিতে পড়বেনা মোর ছায়া
ভরদুপুরে আধার আসবে নেমে।।
আর জনমের ইচ্ছে আমার নেই
এই জীবনেই তাকে ছুঁয়ে বাঁচি
তাকে ছাড়া বৃথা জনম আমার
না যদি সে থাকে কাছাকাছি।।
হাজার বছর নেইকো বাঁচার সাধ
অন্য সুখের নেইকো অভিলাষ
নাইবা উঠুক সূর্য আমার ঘরে
তারই আলোয় ভরবে বারোমাস।।
১৯ মার্চ ২০১৭