এই যে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে
তোমার না থাকা আমায় ভীষণ কষ্ট দেয়,
মরেই যাই বুক ফাটা কান্নায়;
তুমিও কি একই কষ্ট পাও?
কাঁদো কি রোজ সকাল-বিকাল
কিংবা বিলাপ করো রাত দুপুরে
নির্ঘুম বসে থাকো খোলা জানালায়?


তুমি ছাড়া শূন্য পৃথিবী, তপ্ত জমিন
এই জীবন ধরে রাখা বড়ই কঠিন
স্বপনেও যদি এসে দিতে দরশন
এই দুঃখ ভুলে যেতাম জনমের মতন।


বিচলিত হই, বলি দেবতারে
“এইবার ফিরিয়ে দাও তারে
নইলে আমাকেও তুলে নাও
মৃত্যুর সুখে জীবন ভরিয়ে দাও
তাকে ছাড়া এই পৃথিবী চাইনা আমি আর
দাও এক আকাশ মেঘের অন্ধকার ।।”