শত জনমের সাধ নাই আর মনে
এই জনমেই রইবো আশায় চেয়ে ;
পাষান হৃদয় ভরা থাক ফুলে ফুলে
দরদী প্রেম না যেন যায় ক্ষয়ে।।


চৈত্রের আগুন শিশিরে যাক নিভে
বরষার জল ঝরুক উঠোন বেয়ে
নদীর ঢেউয়ে উঠুক নৌকা দুলে
কাজল মেয়ের আঁখিজল যাক ধুয়ে।।


বৈরি বাতাসে না ভাঙ্গুক কারো ঘর
জানালার ফাঁকে উঠুক রোদের হাসি
মিথ্যে হয়ে যায় না যেন আবার
ভোরের আলোয় ম্লান হোক ঘন নিশি।।


হোক আজ পূরণ ক্ষুদ্র বাসনা যত
ছোট্ট শিশু বেঁচে থাক্ হেসে খেলে;
শাসনে কারো না বাঁধুক পায়ে বেড়ি
দেখুক প্রান্তর কিশোরি চোখ মেলে।।


পরজনমের সাধ নাই আর মনে
সুখের বসতি এখনই নেবো গড়ে
না থাকুক ধন, ঐশ্বর্য কিবা রতন
মানুষ হয়েই বাঁচি যেনো এই ঘরে।।


১৮ মে, ২০১৭
ঢাকা, বাংলাদেশ