এমন করে বাসতো যদি ভালো
======
নিত্য দিনই সাঁঝের বেলা হলে
সে আসে যায় আমার কবর পাশে
তার চোখেতে অশ্রু, ভেজায় মাটি
সে কি আমায় আজো ভালবাসে !!


কবর পাশে শান্ত নীরব চোখ
কোনো কথাই সরে না ঐ মুখে
ইচ্ছে করে জড়িয়ে শুধাই তারে
কত বেদন রাখছে ধরে বুকে!!


হাতের প্রদীপ জ্বলে নিভুনিভু
চোখের জলে কাঁদে সকাতরে
সে বসে রয় শিয়র সন্নিকটে
তার বেদনা সইবো কেমন করে !!


কত কথা হয়নি তারে বলা
কবর জুড়ে কেবল দীর্ঘশ্বাস
যতই মাটি বাঁধুক আমার দেহ
হৃদয় জুড়ে তারই বসবাস।।


কত প্রহর গেছে তারই আশায়
রাত্রি গেছে নীরবে নিশ্চুপ
আজ অবেলায় ফুরিয়ে সব কাজ
তারেই হাতে জ্বলছে গন্ধধূপ ।।


আমার এ ঘর মাটির অন্ধকারে
অকালে হায় নিভলো সকল আলো
মৃত্যু এসেও ফিরতো সেদিন জানি
এমন করে বাসতো যদি ভালো ।।


২৩ অক্টোবর, ২০১৭
ঢাকা বাংলাদেশ