সব কথাই বাকী রয়ে গেল
কিছুই বলা হলো না শেষ
আর একটিবার দেখা হতো যদি
শুধাতাম, অতদূর কেন গেলে
কেন বেছে নিলে অচেনা ঐ দেশ!!


এখানে বৃষ্টি ঝরে, খুব ইচ্ছে করে
এক পশলা বৃষ্টি মেখে রোদে হাঁটি
তুম নেই বলে বৃষ্টি থেকে চোখ ফেরাই
বুকের জমিন শুকিয়ে চৌচির হয় মাটি।।


যদি আর একটিবার দেখা হয়
ফিরতে দেবনা কোনো ছলে
তুমি কি চাও তোমায় ছাড়া
ডুবে মরি চিরকাল চোখের জলে?


ভোর হয়, ভাবি এই বুঝি তুমি এলে
আমার বিমর্ষ চোখে দেখি অন্ধকার
আমার রাত পোহাবে তখনই
যেদিন তুমি এসে দাঁড়াবে খুলে দুয়ার।।


আর একটিবার দেখা হতো যদি
বলতাম-
যেই দেশে খুশি তুমি যাও
তোমার সাথেই বাধা এই প্রাণ
আমাকেও তোমার সাথে নাও।।