ঘরের চৌকাঠ পেরোনো আজ বারণ;
চলো, চার দেয়ালেই গড়ে তুলি
বিশুদ্ধ আবরণ !!
দেশে দেশে আজ মৃত্যুর বিভীষিকা
নিঃশ্বাসের গতি হারায়, স্তব্ধ নাসিকা।


এই বাতাসই একদিন বয়ে আনবে সুঘ্রাণ-
আঁধার ঠেলে একদিন
ঠিক আসবেই সূর্যের কিরণ
জমবে বটতলা, পৌষের মেলা,
সোনালী অঘ্রাণ ।।


সহসাই জেগে উঠবে
বেহিসেবী জীবন, বিলুপ্ত বোধ-
সকরুন চোখ মেলে বলবে
ক্ষমা করো প্রভু, জাগাও প্রবোধ ।
নিবৃত করো এই দুর্যোগ,
সরাও রোগ ব্যাধির এই উৎপীড়ন-
খোলে দাও কপাট,
ঘটুক আলোর দিনের বিচ্ছুরণ।।


ঘরের চৌকাঠ পেরোনো আজ বারণ;
অপেক্ষা ক্ষণিকের,
সহসাই খুলে যাবে অন্ধ আবরণ ।।