গৃহদাসী
=============
গৃহত্যাগে আসি আজ, তোমার আসন তলে
মুছে দেবো চরণ দুটি , আমার অশ্রুজলে।।
ঠাই যদি না হয় প্রভু, যাবার নাই তো উপায়
দাসী করে রাখো তোমার, গৃহের এক কোণায় ।।
শুনেছি শতদুখি বাঁচে, তোমার আশ্রয় লয়ে
আমিও তোমায় পেতে, এসেছি সেই নির্ভয়ে ।।
মঙ্গলদীপ রাখবো জ্বেলে, যখন সূর্য ক্ষীণ
সারাদিন চরণ সেবায়, র'বো কুণ্ঠাহীন ।।
ভুলিবো সংসার মোহ, না রবে  রূপমায়া
তোমারই চরণে আমার, হোক পূণ্য ছায়া ।।
এইখানে থাকবো পড়ে, না র'বে দুঃখভাব
তোমারই গৃহে আমার,  হোক শত জন্মলাভ।।
তোমার আশ্রমে আবদ্ধ রয়ে, হই গৃহ দাসী
তব ধ্যানে হই অন্ধ অনুরাগী,
তোমারেই ভালোবাসি ।।


২৮ জুলাই, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।