জন্মান্ধের আঁকা ছবি
==========
এক জন্মান্ধ শিল্পীর নিপুন হাতে আঁকা
আমি হলাম আরেক জন্মান্ধ কবি ;
কখনো বা নারী, কখনো হই পুরুষ
কখনো সাতরঙ, কখনো জলছবি ।।


ভাবনায় ডুবে থাকে নতুনের কারিগর
বসে আঁচড় কাটে সাদা ক্যানভাসে ;
ফুটে উঠে রূপকথা, কত গল্পের ভিড়
মুখচ্ছবি কখনো কাঁদে কখনো হাসে।।


ফুটিয়ে তোলে সূর্যের নতুন এক ভোর
যখন কালোটিপে পড়ে তুলির আঁখড় ;
বেদনার ঘননীলে নকশা কাটা ছবিতে
ঘুমিয়ে রয় আমার জন্মান্ধ চিত্রকর ।।


ঘুম ভাঙ্গে ভুলে যায় পুরাতন আমিকে
বসে রই অন্য রূপে মোহময় ভঙ্গিতে ;
শিল্পির দুই হাত রঙ খোঁজে অন্ধ চোখে
নতুন স্বপ্ন এঁকে যায় রঙমাখা তুলিতে ।।


জানে সেই শিল্পী আমার মনের পরিচয়
যখন যেমন চাই করে তোলে পরিপাটি ;
রঙের মেঘ সেজে, কখনো বা বৃষ্টি ধূয়ে
শিশিরে ভেজা ঘাসে নূপুর পায়ে হাঁটি।।


মাথার উপর নীল আকাশ, আঁকে বাতাস
নদীর স্রোত বয়ে যায় আমার আঁচল ছুঁয়ে ;
বৃষ্টির ফোটায় যৌবনে দেয় নতুন আলপনা
হয়ে উঠি কিংবদন্তী অপরূপা এক মেয়ে ।।


সে অন্ধ যাদুকর, সব রঙ খুঁজে পায় গন্ধে
আমার সব কথা বুনে যায় অক্ষরে অক্ষরে ;
কেউ না জানুক, কেবল আমিই চিনি তারে
দুইজনে সৃষ্টির নেশায় বেঁচে রই অন্ধকারে।।


সকলই অাধার তবু সমুজ্জ্বল সাদা ক্যানভাস
আলোর ছবি আঁকি দুজনে বসে নিরালায় ;
তার ছবি কথা কয়, হয়ে উঠে ফুটন্ত গোলাপ
আমার কথা বিনা তারে জীবনের গান গায় ।।


৬ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ ।