আর কবিতা নয়- নয় শব্দের অলঙ্কার.
শ্লোকের ভিতর শোক গেঁথে রাতদিন করি পার.
বিষাদ মাখা আঁখরের প্রাচীর বেষ্টিত চারিধার.
এ যেনো অনন্ত বিশ্রামের নিঃশব্দ কারাগার।
আর স্বপ্ন নয়-নয় মধুগন্ধা ভরা রজণী
সীমানাজুড়ে আঁধারি নিকুঞ্জ- শুষ্ক বনানী
করুণ পাতার বাঁশিতে বিমর্ষ পদ্য রাগিণী
শুনি শোক-শয্যায় শূন্যতার হাতছানি ।
আর জীবন নয়-যেতে যেতে ফুরায় আয়ুষ্কাল
শৈশব-যৌবন শেষে থামে জীবনের উত্তাল
জরাজীর্ণ অভিধানে সোনার অক্ষর হয় বেহাল
বিদায় তরণী ভাসে আজ দোদুল্যমান শুভ্রভাল।
আর জন্ম নয়,  আস্বাদন করি  মৃত্যুর আলিঙ্গন
ক্ষুদ্র সুখানুভব ক্ষীণ দুঃখ পরে ছোটে সকল বন্ধন
জানি, এই পথে তারাও ফিরবে আত্মীয়-পরিজন
এমনই ঘটে অবিরত প্রজনন থেকে প্রজনন।
আর নয় অশ্রুপাত, নয় দীর্ঘশ্বাস- নয় ক্রন্দন
সকল চিত্ত ভরে থাকুক আলোর কণার মতন
বিনিদ্র রজনীতে বেসুর বাজিয়ে আসুক মরণ
কেবল অনুভবে থাকুক অনাবিল  স্বর্গীয় নন্দন।


রচনাকাল : ৯ জুন, ২০২১