জায়গা জমির দখল নিয়ে, করে যারা সংঘাত-
ভাগ্যে তাদের একখানা গোর, সীমানা কয়েক হাত।
স্বৈরাচারির উদাম নৃত্যে, ডঙ্কা বাজায় অসুর-
মানুষ তো নয়, দানব ওরা, গোত্র নরপশুর ।
ধর্মযুগেও অধর্ম আর, হিংসার করে চাষ-
যুদ্ধ যুদ্ধ করে ওরা, ছড়ায় দেশে ত্রাস ।।
নষ্ট যারা, মমত্বহীন, মারছে মানুষ পিষে-
রক্তমুখে মরবে ওরা, অভিশাপের বিষে ।।
ধ্বংস যজ্ঞে কাঁদছে শিশু, কাঁপছে ধরাধাম-
পুণ্য বিবেক উঠছে ফুঁসে, থামরে এবার থাম্ ।
অসভ্যতার দোসর-দোষী, বর্বরতার ভেক -
মরণকালেও জাগবে কি আর, পুণ্য জ্ঞান-বিবেক?
রক্ত খেলায় ঘুরলো যারা, যুদ্ধবাজের পিছে -
শেষ বিচারে দরবারে তার, জীবন হবে মিছে ।।