কিছু শব্দ কাগজের ভাজে ;
পড়ে ছিল রাস্তায়, অবহেলায়
পিষ্ট হলো পায়ের তলায়
বিক্ষত দুরন্ত গাড়ির চাকায়।।
রক্তে ভিজলো ছেড়া পাতা ;
শোনেনি কেউ শব্দের চিৎকার
বন্ধ ছিল সকলের দুয়ার
পথেই মৃত্যু হলো সব কথার।।
ঘটলো শব্দের নিঃশব্দ বিদায় ;
ছিলনা তার কিছুই অপরাধ
হতে পারতো ত্রাসের প্রতিবাদ
থামতো ক্রোধ, মিটতো বিবাদ।।
কিছু শব্দ কাগজের ভাজে ;
ভিজে ওঠে চোখের জলে
হতে পারতো উচ্ছল মিছিলে
কিংবা ভজন দেবীর পদতলে।।
কিছু শব্দ বুকের কারাবাসে;
নীরবেই করে ক্রন্দন- দংশন
শব্দের জন্মহলে-
সৃষ্টি হতো কবিতার এক ভুবন
শব্দেরা বাঁচলে-
থেমে যেতো অস্ত্রের ঝনঝন !!


১৭ জুন, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।
বাসে যেতে পথে একটি বই পরে থাকতে দেখলাম। সব গাড়ির চাকা বইটি মাড়িয়ে যাচ্ছিল। বই কোনো জড়পদার্থ নয়। আমি শব্দের চিৎকার শুনতে পেয়েছিলাম....