বৃষ্টি রানীর "" কুঁড়ে ঘর ""
কুঁড়ে ঘরটি স্বর্গ যেন আমার
এইখানেতেই সুখে কাটে দিন
মন পড়ে রয় যায়না অন্যখানে
চার দেয়ালে বাঁধা সুখের ঋণ ।।
রাতের পাখি না গায় যদি গান
তবুও সূর্য দেয় আকাশে উঁকি
রোজ সকালে স্বপ্ন ছোঁয়া চোখে
এই ঘরেতেই রোদের পরশ মাখি ।।
ইচ্ছে সকল আকাশ ছুয়ে রোজ
দেয় সে উঁকি ভাঙ্গা বেড়ার ফাঁকে
যে কথা হয় তারার কানে কানে
আমার চোখে রঙিন ছবি আঁকে ।।
সারা জগত বেড়িয়েছি কত ঘুরে
এমন সুখের পাইনি কোথাও খোঁজ
ছোট্টঘরের পাতার বেড়ার ফাঁকে
হাজার স্বপ্ন দিচ্ছে দেখা রোজ ।।
এঘর থেকে আকাশ ছোঁয়া যায়
জোৎস্না রাতে দেয় যে এসে উঁকি
এ ঘর আমার পুরায় সকল সাধ
ছোট্ট জীবন মায়ায় বেঁধে রাখি ।।
ঝড়ের রাতে হয়না কোনো ক্ষতি
মাটির মায়ায় বাঁধা শক্ত খুঁটি
ঝড়ের পরেও বিজলী উঠে হেসে
রাম ধনুটা রাঙায় ঘরের মাটি ।।
অনেক সুখেই জীবন বয়ে যায়
আরতো পাওয়ার হয়না অভিলাস
এমন শান্তি পাইনা অন্যখানে
ক্লান্তি বিহীন কাটাই বারো মাস ।।


২৯ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ