মা দিবস


মা দিবস চলে গেল;
একটি ছবিও তোলা হয়নি মায়ের সাথে,
কথাও হয়নি, সেই পরিস্থিতিও নেই।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে মা শয্যাশায়ী
তাই দিনটিও ঘোলাটে-আবছায়া,
অন্ধকারের মত ছিল আমার কাছে।
এমনি নীরস-নিরর্থক-শব্দহীন বহুদিন পার করেছি।
মায়ের ভগ্ন-শুষ্ক-অনড় দেহের ক্লান্তি
যেনো আমার উপরেও ভর করেছে,
আরও মৌন ও ভারাক্রান্ত করে তুলেছে আমার চারপাশ।


মাটির টান আর মায়ের টান বড় অদ্ভুত।
ছুটি পেলে গ্রামে ছুটে যাওয়ার যে উৎসুক
তা এখন মায়ের জন্য,
মাটির জন্য।
বাড়ি ফেরার দীর্ঘ এই পথে
সবুজ আর মাটির গন্ধের সাথে
মায়ের শরীরের গন্ধ মিশে আবশ করে রাখা দিনটিই
আমার কাছে মা দিবস ।
মায়ের ক্লান্ত আর অর্ধ-নিমীলিত চোখের একবিন্দু আলোয়
আমার স্বস্থি, আমার মা দিবসের তৃপ্তি।
মায়ের মনে অব্যক্ত হাজার প্রশ্ন আর
বুকের মধ্যে ওঠা-নামা নিঃশ্বাস
আমার মা দিবসের বড় প্রাপ্তি।
শত কষ্টের পরও ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে
ভালো থাকার মায়ের যে অনড় সম্মতি
তাই আমার কাছে মা দিবসের আনন্দ!
কর্মময় ব্যস্ত জীবনে যে কটি মুহূর্ত
মায়ের চিন্তায় উদ্বিগ্ন থাকি
সেই মুহূর্তগুলোই আমার কাছে মা দিবস।
চারপাশের অঝর কোলাহলের মাঝেও
যখন অষ্পষ্টস্বরে মায়ের ডাক শুনে আচ্ছন্ন হয়ে পড়ি,
দীর্ঘনিশ্বাস ছাড়ি আর বাকী সময়
মায়ের কণ্টকাবৃত দুঃসময়ের ছবি আঁকি
সেইদিনও সারাদিন আমার কাছে
মা মা দিবস বলে মনে হয়।


মিনু গরেট্টী কোড়াইয়া