মেয়ে
=============
ও মেয়ে তুই রইবি কত আর
দুঃখ লয়ে দুয়ার বন্ধ করে
দেখবি যদি আয় বেরিয়ে পথে
সূর্য কেমন উঠছে পাহাড় চিড়ে ।।


কে এসে আজ রোধে চলার গতি
কে পর়ালো শিকল দুইটি পায়ে
ভুলে গেলি ছোট্ট বেলার খেলা
নূপুর পায়ে নাচতি সারা গাঁয়ে ।।


উড়ো জাহাজ উড়তো আকাশ পথে
তারই পিছে ছুটতি মাঠের পরে
সেই পথে তো আজও উড়ে ঘুড়ি
কিসের ভয়ে লুকিয়ে থাকিস ঘরে ।।


চেনা বাউল আজো গাইছে পথে
সেই গানে তোর মনটা জানি ছুটে
চৌকাঠে তোর জড়িয়ে থাকে পা
উদাস চোখে কান্না নামে ঠোঁটে ।।


দুচোখ বেধে কানামাছির খেলা
কেমনে অাজ সত্যি হলো তোর
ঘরের কোনে শুধুই অন্ধকার
স্বপ্ন কেবল হারায়  বহুদূর ।।


কিসের ভয়ে বন্ধ রাখিস দ্বার
দে খুলে আজ  শক্ত নিয়ম-বেড়ি
দেখ এসে তোর বন্ধ দুয়ার খুলে
সূতোয় বাধা ইচ্ছে নামের ঘুড়ি ।।


সবার মতই ঘুরবি আকাশ পথে
ইচ্ছে হলে পাল ছেড়ে দে নায়ে
স্রোতের আগে পৌছে যাবি তীরে
নাচবি আবার নূপুর বেঁধে পায়ে ।।


ও মেয়ে তুই রইবি কত আর
ঘোমটা পরে একলা ঘরের কোণে
যাক ওড়ে তোর নানা রঙের ঘুড়ি
মেঘের দেশে দূরের ঐ আসমানে।।


৯ জুলাই ২০১৭
ঢাকা বাংলাদেশ