মুজিব ছাড়া কে আছে আর
সোনার এ দেশ রাখবে খাটি
কার হাসিতে ধন্য হবে
জন্মভূমির  মা ও মাটি !


মুজিব ছাড়া কে আছে আর
শত্রুর মুখে উড়াবে ছাই
গভীর স্নেহে গরীব-দুঃখি
কার বুকেতে নিবে ঠাই।


মুজিব ছাড়া কে আছে আর
ন্যায়ের পথে শক্তি ধরে
ভয়-ভাবনা তুচ্ছ করে
লড়াই করে মরতে পারে !


মুজিব ছাড়া কে আছে আর
বেরিয়ে আসুক দুয়ার খুলে
কূল হারা এই সমাজটাকে
আঁধার হতে আনুক তুলে ।।


মুজিব ছাড়া কে আছে আর
শোষণ থেকে করবে ত্রাণ
আবার যদি প্রলয় ওঠে
কে বাঁচাবে দেশের মান !


মুজিব ছাড়া কে আছে আর
পরম পুরুষ, সত্যব্রত
মুছিয়ে দেবে চোখের পানি
জুড়িয়ে রাখবে বুকের ক্ষত ।।


মুজিব ছাড়া কেউ নাই আর
মহামানব, তাকেই চিনি
ন্যায়ের শাসক, ন্যায়ের সাধক
মৃত্যুঞ্জয়ী-মহান তিনি ।।


১৫ আগষ্ট, ২০২১
ঢাকা, বাংলাদেশ।