আশে পাশে কোনো নদী নেই
তবুও ঘুম ভাঙ্গার পর ছলছল শব্দ শুনতে পাই ;
জোয়ার  এসেছে বুঝি-
হয়তো ভাসিয়ে নিতে চায় ঐ পাড়ে,
আর বুঝি তারে ফেরাবার উপায় নাই ।।


নিমেষে মন অশান্ত, প্রমোদ মানে না এমন
কত কাজ পড়ে রইলো দুয়ারে
তার দায় এড়ানো যে বড্ড ভার ;
এখনও আধফোটা কলি পাপড়ি মেলেনি
এখনও সূতোয় সূতোয় গাঁথা হয়নি কারুকাজ
কি করে ফেরাবো তারে, মৃত্যু যে অনিবার ।।


নিঃশ্বাসে বয়ে যায় বিষাদের ঢেউ
আরো সজোরে বেজে ওঠে ছলছল নদীর করতল ;
ওপারে কী সুখ কেউ তো বলে যায়নি তার খবর
এখনই যেতে চায়না মন
দুঃখ-ক্লেশে ভরে ওঠে চোখের জল ।।