মৃত্যু কখন ডাকবে এসে
কেউ না বুঝতে পারি
তীরে এসে ভীড়লে তরী
ফিরবো সকল ছাড়ি।।


জগত ধ্যান, সংসার মায়া
সকল রইবে পরে
দেহ ছেড়ে আত্মা যাবে
মৃত্যুর হাত ধরে।।


কেউ না জানি, মরণ পরে
কোথায় পাবো ঠাই
সত্য পথে চললে পরে
মরণেও ভয় নাই।


এই পারেতে ফেলে যাবো
সকল দৈন্য ভার
শোভা পাবে স্বর্গধামে
কীর্তি আলঙ্কার ।।


দেহত্যাগে ফিরে পাবো
জীবন অনিবার
মৃত্যু পরে না থাক দুঃখ
না থাক হাহাকার ।।


মৃত্যুর পর জীবন পথে
আর হবে না ফেরা
এ পথ সবার থাকে যেনো
আলোর শোভায় ঘেরা।।