কে তুমি বনবাসে? নিদারুন উদাসে
যজ্ঞভরে পাতার পরে করিয়াছ শয়ান;
পাইয়াছ কি পান্থজনে, ব্যথা-অশ্রু ক্ষরণে
পাথরের বুকে বাাঁধিয়াছ বিরহের গান !


আছো নির্ভয়ে নিশ্চল, আঁখি তবু ছলছল
অন্তর ভরিছে কি তবে পুঞ্জ পুঞ্জ মেঘে?
কি সেই অদৃষ্ট, ঘটাইলো অনাসৃষ্ট!
বনান্তরও কাঁদিছে দেখো বিরহ আবেগে!


অবোধ হৃদয়ে কথা, ছড়ায়েছ যথাতথা
কেহ নাহি তবুও তার বুঝিয়াছে সার
ফোটে ফুল বনান্তে, আসিয়াছ দিনান্তে
মিলিয়াছে ভালে ম্লান-গন্ধহীন অভিসার ।


কে তুমি নিঃসঙ্গ, হৃদয় করিয়া ভঙ্গ
দুঃখ-হীনতায় নিজেরে রাখিয়াছ অযতনে
বুকে বাঁধিয়া পাষাণ, বন্দি করিয়া বয়ান
কোন্ দেবতার নাম জপিতেছ মনেমনে?


দীর্ণ বক্ষ ছিড়িয়া, মরিতেছ পুড়িয়া
সে কি তবে তোমায় দেখিতে কি পান?
গাঢ় অন্ধকারে, চিনিয়াছ দেবতারে?
যাহার তরে জমিয়েছ নিদারুণ অভিমান !


অভিযাত্রিক-২০২৪