নির্মল প্রতিদান
=====
আমায় ভাল বাসতে বাসতে তুমি
মহাকাব্যের কবি হয়ে উঠলে
       আজ তোমার কবিতার মহোৎসব;
আঙ্গিনায় ভক্ত গুণীজনের সমারোহ
আলো ঝলমল খুশির সারম্বর
       দূর থেকে শুনি আনন্দ কলরব ।।


বৃষ্টি হয়েছি, নিভিয়েছি উত্তাপ
চুড়ির তালে নেশা যোগিয়েছি
       হয়ে উঠেছ তুমি শব্দের কারিগর ;
লালগালিচায় তোমার পায়ের চিহ্ন
গৌরবে উচ্ছ্বল আজ আত্মীয় পরিজন
      সেইখানে আমার উপস্থিতি অবান্তর ।।


কত কেঁদেছি, হাসতে বললে হেসেছি
মিছেই করেছি রাগ অভিমান
       দিয়েছি শব্দের ছন্দময় দোলা ;
যখন কবিতার মঞ্চে সকলের ভিড়
আমি খুঁজি নতুন কবিতার শিরোনাম
      কেটে যায় দিন নিঃশব্দে নিরালা ।।


ছন্দের যাদুতে মোহিত করেছ প্রাণ
হয়েছ কবিদের কবি, শব্দের সৈনিক
       পেয়েছ জয়মাল্য, সর্বোচ্চ সম্মান ;
আজ আমার হৃদয় পূর্ণ, পরিতুষ্ট
সকল অবস্থায় তোমাতে নৈবেদ্য
      এ আমায় ভালবাসার নির্মল প্রতিদান।।


২০ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।