ওগো যীশু!
হৃদয় আমার করে দাও কালভেরী পথ
শুনি, তোমার নিদারুণ যন্ত্রণার আর্তচিৎকার;
আমিতো দেখিনি পেরেকে বিদ্ধ ঐ দুটি হাতে
কতটা রক্ত ঝরেছিলো অনিবার!


কতটা ক্ষত হয়েছিলো বুকের পাঁজরে
কাতর নিঃশ্বাসে পুড়েছিলো মাটি;
আমার হৃদয়ে বাড়াও দুঃখ আরও
হয়ে উঠি আমি এক মানুষ খাঁটি!


শুনেছি ওরা দানবের মত,
ছিলো পাষণ্ড আর বর্বর;
কি করে স‌ইলে ঈশ্বর! পুত্রের এই যন্ত্রণা
তোমার কী কাঁপেনি অন্তর!!


শুনেছি সেদিন পাথর‌ও কেঁদেছিলো
দেখে শত্রু-সৈনের বিভৎস ক্রোধ;
আমার দুইহাতে জ্বালাও আগুন,
বাড়াও প্রাণে শক্তি আরও
করতে পারি পাপের  প্রতিরোধ!


আমার বুকেও এঁকে দাও ক্ষতের চিহ্ন
কালভেরী পথে বয়ে বেড়াই যাতনা যত
ওগো যীশু,
আমার কাঁধের উপর, রাখো তোমার ভর
ঐ ক্রুশের তলেই করো আমার মাথা  নত!


পুন্য শুক্রবারের কবিতা