ওরা আবারও মানুষ হয় !!!!
======
চার দেয়ালে ইটের শক্ত গাঁথুনি
মোটা পর্দায় ঢাকা জানালার কাচ
খিল আঁটা দরজা ভেদ করে কিছুতেই
আলো প্রবেশ করবেনা এই ঘরে ।
এই দিন রাতের চেয়েও ঘন, কালো
স্বপ্ন দেখার অন্ধকার;
অলোকে থামাতে পেরেছি নানান কৌশলে
শব্দকে আটকাতে পারিনা কিছুতে
ভেসে আসে  মানুষের কোলাহল ।।


আমি একান্তে রাতের সাথে সন্ধি করি
সে গভীর থেকে আরো গভীরতর হতে থাকে
মায়ের গর্ভের অন্ধকার
ধূলায় ঢাকা পাতার অন্ধকার
ফুলকুঁড়িতে পরাগের অন্ধকার
মেঘের অন্ধকার
অজ্ঞতার অন্ধকার;
আমার মন ভরেনা এসব কিছুতেই
অবশেষে নেমে আসে কবরের অন্ধকার ।।


আমি স্বপ্নের কারিগর
শুরু হয় আমার স্বপ্ন বোনার কাজ ।।
প্রথমে দূর থেকে ভেসে আসে
মেঘের গর্জন, শুরু হয় বৃষ্টি
ভাসিয়ে নেয় সব আবর্জনা
আমার প্রথম স্বপ্ন সফল হয় ।।


কার যেন পায়ের শব্দ ভেসে আসে
তপ্ত রোদে আশ্রয় নেয়ে পাতার ছায়ায়
বুঝেছি শীত চলে গেছে
গাছে গাছে নতুন পাতা জেগেছে
এ যেন আমার সবুজের স্বপ্ন ।।
হঠাৎ মহাকাশ কাঁপিয়ে ভেসে আসে
এক নবজাতকের কান্না
মসজিদে শোনা যায় আযানের ধ্বনি
নতুন একটা পৃথিবীর জন্ম হয়
খুব ইচ্ছে পৃথিবীর পা ছুঁয়ে মানুষের স্বাদ পেতে
না। এখনও সব স্বপ্ন বোনা হয়নি
আমাকে এই আঁধারেই অপেক্ষা করতে হবে
ঘরের কোথায় একটুকু ছিদ্র রাখিনি
একটা মিষ্টি গন্ধ নেশার মত লাগলো
গন্ধরাজের প্রেম সব বাধা উপেক্ষা করে
ঢুকে পড়ল আমার বন্ধ ঘরে
মনে জেগে উঠল বসন্তের গান
না, এখনই গান থামাতে হবে
কারণ এখনও মাটির গন্ধ চাপা পড়ে আছে
ইট পাথরে ঢাকা শক্ত কবরে
অপেক্ষা করি কঠিন স্বপ্নটির জন্য।


মৃতেরা আবার জীবন ফিরে পায় নাকি!!!!!
আমার তপস্যা আরো দৃঢ় হতে থাকে
অন্ধকারকে আরো গভীর করে তুলি
নিজের হাতে কবরের মাটি সরাতে থাকি
শরীরে ঘাম ঝরতে থাকে
ধীরে ধীরে সরে যায় অন্ধকার
শূন্য কবর !!
কোনো মৃতের অস্তিত্ব নেই এইখানে
তবু আমার চেষ্টা অব্যাহত থাকে
মনে পড়ে রাতের সাথে আমার সন্ধি
আমার সব স্বপ্ন পূরণ না হলে
সূর্যকে কিছুতেই আসতে দেবনা এই ঘরে


আমার দৃঢ় প্রতিজ্ঞা পৌছে যায়
সকল দেবতার দরবারে ;
নিজের দেহে স্পর্শ পাই অন্য একটি হাতের
বন্ধ ঘরে অনেকগুলো পায়ের আওয়াজ


সরে যায় জানালার ভারি পর্দা
দরজা খুলে যায়
সামনে দাড়িয়ে থাকে মৃত মানুষেরা
হাত ধরে টেনে আনে আমায় বাহিরে
আমি ওদের মুখে দেখতে পাই
আন্ধকারে জেগে উঠা ভোরের সূর্য
ওরা আবারও মানুষ হয়
মৃত্যুর অন্ধকার থেকে ফিরে আসা
সত্যিকারের মানুষ ।।
শেষ হয় আমার রাতের সাথে সন্ধি
এক এক করে পূর্ণ হয় আমার সকল স্বপ্ন.......


১৩ অক্টোবর, ২০১৭
ঢাকা, বাংলাদেশ।