অসাম্যবাদের পৃথিবী


মেঘ-বরফ জমাট বেঁধে আছে অমাস্যবাদের ভূপৃষ্ঠে
আর বৃষ্টি ঝরে না,  শুরু হয় ঝড়ের তান্ডব
সূর্য সঠিক দিক খুঁজে পায়না
পূর্বে,  নাকি ঘুরে যাবে অন্য পথে ।।
আকাশ থেকে কিছুতেই মেঘ সরেনা
শুরু হয় বৈরীতার যুদ্ধ মেঘে মেঘে
আকাশের নীল সীমানা রক্ত আলোয় ঝলসে উঠে ।।


অসাম্যবাদ আজ বড় বেশি বেপরোয়া
বিলুপ্ত হয় স্বপ্নের স্বাধীনতায় বেড়ে উঠা সমস্ত চিন্তাধারা।
আজ কোনো ঘাটেই আর নৌকা থামেনা
দুইপাড়ে বসে বেসুরে গান গায় মাঝি
কেঁপে উঠে নদী, অশান্ত হয় জলধারা ।।

চাঁঁদ আজ আরো কলঙ্ক মাখে সারা গায়ে
জোৎস্না রূপ হারায়, ডুবে থাকে আমাবশ্যার আন্ধকারে
বৈরী নৃত্যে কামনা জাগায় সারা মহাকাশ জুড়ে
ছাড়াতে পারে না রাহুগ্রাসের বিষাক্ত ছোবল ।।


এখন আর আগের মত আমার বিকেল দেখা হয়না
গোধূলীর রঙ  পশ্চিম আকাশে ছবি আঁকেও না
এখানেও অসাম্যবাদ মুখ থুবড়ে পড়ে তুচ্ছ শকুনের দলে
সেখানে থেকে ডেকে উঠে হুতুম পেঁচারা
রাত জেগে উঠে ভূতুড়ে অন্ধকারে... ।।


৪ নভেম্বর ২০১৬।