পথভোলা পথিকের বধূ
=========
চৈত্র এখনও আসেনি মাটির বুকে
তবুও খরায় পোড়ে বধূর প্রাণ
সবার বনে ফাগুনের হাওয়া বয়
পায় না মেয়ে পলাশ শিউলীর ঘ্রাণ ।।


উদাস চোখে কেবলই পথ চাওয়া
কোন সে পথিক গেল সুদূর গাঁয়ে
সেদিনই পালে লাগবে বুঝি দোল
পথিক যেদিন ফিরবে মৃদু পায়ে ।।


সবার বনে মৌমাছি গান গায়
বধূর কেবল কাটে বিষন্ন দুপুর
কোনো কাজে মন লাগেনা তার
পড়লো খুলে দু’পায়ের নুপুর ।।


ঐ সে গাঁয়ে কেউ কি চিনো তারে
পথ ভোলারে খবর দিও কেউ
আসুক ফিরে এই ফাগুনের দিনে
বধূর বনে লাগুক সুখের ঢেউ ।।


আর না যেন যায় সে ঘরে বাহির
সুখের বৃষ্টি ঝরুক উঠুন জুড়ে
পলাশ ফুলের গন্ধ মেখো গায়ে
থাকো পথিক, যেও না আর দূরে ।।


১৮ ফেব্রুয়ারি, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।