প্রণয়
======
তোমার আমার এই বন্ধন
অন্তরে থাক্ সতত;
ধূলিময় হোক জীর্ণ দেহ
এ প্রেম না হোক নত ।।


এই জনমে না হোক দেখা
অনুভবে পাই দু’জনে;
হয়ে একপ্রাণ অন্তরমম
একান্তে রই গোপনে ।।


গভীর মমতায় ছায়ার মত
রয়ে যাই কাছাকাছি ;
নিঃশ্বাসে বায়ু ক্ষয়ে যাক তবু
চিরকাল যেনো বাঁচি ।।


অসীম শূন্যে মেঘ হয়ে ভাসি
তারা হয়ে জাগি রাতে;
যেখানে যাই ভুলে না হারাই
হাত রাখি তব হাতে ।।


সংসার মায়া ছাড়তে পারি
মরনে পাইনা ভয়
যুগে যুগে এই বন্ধন
হোক চির মহিময় ।।


মনে মনে হয় মধু আলাপন
ভাষা ফুটে রয় চোখে;
তোমার আমার কাব্য কথন
বেঁচে থাক্ লোকে লোকে ।।


জরাজীর্ণ পৃথিবীর কাছে
মানবো না পরাজয়;
অন্তর জুড়ে রয়ে যাবে শুধু
সুগভীর এই প্রণয় ।।


সুখে ও দুঃখে একসাথে বাঁচি
একসাথে মরি হেসে ;
আবার যেন আসি এই ভবে
এমনি ভালোবেসে ।।


১ আগষ্ট, ২০১৮।
ঢাকা, বাংলাদেশ।