রমলা
আর কতকাল দুয়ার বন্ধ করে
ঘরের কোণে কাঁদবি বসে একা ;
আয় রমলা শুনবি ভোরের গান
দেখবি পূবে ছুটছে আলোর রেখা।।
দে ফেলে তোর সকল দুঃখের ভার
থাক্ ভুলে আজ অবহেলার কথা ;
কাটার ঘায়ে রক্ত ঝরুক পায়ে
ভাঙ্গরে এবার সকল নীরবতা।।
কেমন করে শক্ত মাটির চিড়ে
নতুন চারা জাগছে একেবেকে
পাথর চাপা বুকের ব্যাথা ভুলে
ফোটা ফুলের ছবি দেরে এঁকে ।।
কত ঢেউয়ে ভাঙ্গে এপার ওপার
তবুও নদীর দাঁড়িয়ে দুইটি তীর
বেদন ঝড়ে যতই ভাঙ্গুক মন
তবুও বুকে গড়িস সুখের নীড়।।
মেঘের ডাকে ভাঙ্গে যদি ঘুম
বৈরি বাতাস দেয় যদি পালটি খুলে
ভয় ভাবনা সকল পরিতাপ
দে ভাসিয়ে অথই নদীর জলে।।
শিকল বাঁধা থাকুক যতই পায়ে
দুঃখভারে যাস্ নে যেন থেমে
মনময়ূরী নাচবে তোরই গানে
আকাশ ভেঙ্গে বৃষ্টি আসবে নেমে।।
২৪ এপ্রিল, ২০১৭
ঢাকা, বাংলাদেশ